চকবাজার কাপাসগোলা রোডে সিস্টেম গ্রুপের সিস্টেম ইম্পেরিয়াল কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গত ১৭ নভেম্বর সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম আমন্ত্রিত অতিথিবর্গকে সাথে নিয়ে ফিতা কেটে আধুনিক সুযোগ সুবিধাসম্বলিত এ কমপ্লেক্স উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফজলুল আজিম বলেন, সিস্টেম ইম্পেরিয়াল হচ্ছে চটগ্রামে প্রথম যেখানে এক ছদের নিচে সব ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়া যাবে। বিদেশের আদলে নির্মাণ করা হয়েছে এ কমপ্লেক্স। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থান হওয়ায় এ কমপ্লেক্স ইতোমধ্যে সবার নজর কেড়েছে। তিনি বলেন, নির্দিষ্ট সময় ও কোয়ালিটি হচ্ছে সিস্টেম বিল্ডার্সের সর্বোচ্চ অগ্রাধিকার। পরে মোনাজাত ও মেজাবানিতে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।