মহানগর যুবদলের নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে ১৭ নম্বর ওয়ার্ড চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, সাবেক সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ কামাল আলম, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, শফিউল বশর সাজু এবং নগর যুবদল নেতা মোস্তফা আলম কিশোর প্রমুখ।
এমদাদুল হক বাদশা তার বক্তব্যে বলেন, আজকের এই কর্মসূচি শুধু একটি দোয়া ও শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান নয়, এটি একটি বার্তা যে আমরা সবাই একে অপরকে সাহায্য করতে পারি। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমাদের প্রার্থনা সবসময় থাকবে এবং আমরা বিশ্বাস করি যে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। কর্মসূচির অংশ হিসেবে এলাকার অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












