শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটির চকবাজার শাখার উদ্যোগে গতকাল বুধবার চকবাজার সিস্টেম ইম্পেরিয়াল কমপ্লেক্সে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
১৭২নং চকবাজার শাখার সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য দেন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী ও মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ শওকত ইমরান, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ হাসান প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, তরিক্বত চর্চায় মানুষের সহজাত পশুপ্রবৃত্তিকে সংযত এবং বিবেককে জাগ্রত করে সুপ্রবৃত্তির বিকাশ ঘটে। যুব সমাজকে সকল পাপাচার, অপরাধ ও ব্যভিচার থেকে মুক্ত করে সৎ ও গঠনমূলক কাজে নিয়োজিত করে। শেষে দেশ–জাতির উন্নতি–অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ–কিয়াম শেষে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।