ঢাকায় আজ রোববার আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণার পর রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়করা। আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ বিকেল ৩টায় নগরের চকবাজার প্যারেড কর্নারে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।
এদিকে আওয়ামী লীগের সমাবেশ ঘিরে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম নগরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, চকবাজারে জমায়েত হয়ে জামালখান, আন্দরকিল্লাহ, লালদিঘি হয়ে নিউ মাকের্ট মোড়ে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিটি শেষ হবে।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন, পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে কিংবা জুলাই গণঅভ্যুত্থানের বীর, শহীদদের রক্তের সাথে বেঈমানি করার অপচেষ্টা চালালে; আমরা তাদের বিরুদ্ধে মাঠে থেকে শক্তহাতে প্রতিহত করবো। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র ও তৎপরতা চালাচ্ছে। সেটি মোকাবিলা করে আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে আছি। তিনি বলেন, আশা করি ফ্যাসিবাদী শক্তি যারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে তাদের সকলকে আটক করবে। যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করবে।
নগরে নিরাপত্তা জোরদারের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ–কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, আজ রোববার ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামার বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামেও নজরদারি বাড়ানো হয়েছে। এখানে এরকম কোনো ঘটনা যেন না ঘটে, সেই বিষয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে পূর্বপ্রস্তুতি হিসেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট ও চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া পেট্রলিং নিয়মিত কার্যক্রম হিসেবে অব্যাহত থাকবে।
জানা যায়, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ আজ রাজধানীর জিরো পয়েন্টে নেতাকর্মীদের আসার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দুটি আলাদা পোস্ট করা হয়।