নগরীর চকবাজার প্যারেড মাঠের পাশে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম। তিনি নগরীর পাহাড়তলীর ঝাউতলা ডিজেল কলোনি এলাকার বাসিন্দা।
গতকাল শনিবার দুপুরের দিকে প্যারেড মাঠের পাশে ইদ্রিস বিল্ডিয়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য নুরুল আলম আশেক আজাদীকে বলেন, জাহাঙ্গীর আলমকে আহত অবস্থায় নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।