নগরীর চকবাজার কে বি ফজলুল কাদের রোডে নির্মাণাধীন নালার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর উদ্ধার জায়গা প্রকৌশল বিভাগ ও এস্টেট শাখাকে বুঝিয়ে দেয়া হয়।
গতকাল রবিবার সকালে কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।