চকবাজারে দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

নিবন্ধন ছাড়া পণ্য উৎপাদন-বিক্রি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারের সুইট বাংলা ও মেসার্স চিটাগাং ফুডস নামে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসান। সুইট বাংলাকে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, পাউরুটি পণ্য বিক্রয়ের দায়ে এবং মেসার্স চিটাগাং ফুডসকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য উৎপাদন, মিথ্যা তথ্য দিয়ে বিক্রয়ের দায়ে জরিমানা করা হয়। গতকাল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান এ অভিযান পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা ফারহানা জাহান পারুল (ফিল্ড অফিসার), পরিদর্শক (মেট) সজীব চৌধুরী ও পরীক্ষক (মেট) প্রিময় মজকুরী উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান আজাদীকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে বেড়েছে পানি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
পরবর্তী নিবন্ধহালদায় ফের ভেসে উঠল মৃত মা মাছ ও ডলফিন