চকবাজারে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

ঝাউতলায় পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করায় জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

 

 

নগরের ঝাউতলা বাজারে পলিথিন ব্যাগে পণ্যসামগ্রী বিক্রির দায়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি বলেন, পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। এরই ধারাবাহিকতায় খুলশী থানার ঝাউতলা বাজারে নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্যসামগ্রী বিক্রি করায় জরিমানা করা হয়।

চকবাজারে উচ্ছেদ অভিযান : চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মণীষা মহাজনের নেতৃত্বে গতকাল পরিচালিত অভিযানে চকবাজার কাঁচাবাজার, চকবাজার মোড় থেকে ফুলতলা, তেলিপট্টি রোড ও কাতালগঞ্জ এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, অবৈধভাবে দখল করে গড়া ওঠা ভাসমান দোকানগুলো জনদুর্ভোগ সৃষ্টি করছিল। এ ধরনের ৫০টির বেশি দোকান উচ্ছেদ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে দেশ’
পরবর্তী নিবন্ধভ্যাকসিনের আওতায় চট্টগ্রামের মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্র