চউক কাজির দেউরী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

..ক কাজির দেউরী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরের কাজির দেউরী কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং ক্রেতাবিক্রেতার নিরাপদ চলাচল নিশ্চিত করতে সমিতি সবসময় কাজ করে যাচ্ছে। বাজারজুড়ে স্থাপিত ১৭টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এতে চুরিছিনতাইসহ অনাকাঙ্‌ক্িষত ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখছে।” বক্তারা আরও বলেন, “ব্যবসায়ীদের শৃঙ্খলা বজায় রেখে বাজার পরিচালনা করতে হবে। ডাকাডাকি, বিশৃঙ্খলা বা ক্রেতাদের হয়রানিমূলক আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব বাজার গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” সভায় উপস্থিত ছিলেননুর ইসলাম মেম্বার, মোঃ ইলিয়াস, সালাউদ্দিন, শফি সওদাগর, শফিকুল ইসলাম, আরফানুল উদ্দিন টিটু, মোঃ নাছের আলম, আবদুল্লাহ মোঃ নুরুন্নবীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীরা। সভা শেষে বাজার উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবতার সেবায় সকলকে একযোগে কাজ করার আহবান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পৃথক অভিযানে জরিমানা