ঘোড়ামরা খালে সুপেয় পানির জলাধার নির্মাণ ও সৌন্দর্যবর্ধন দ্রুত বাস্তবায়িত হবে

আইআইইউসিতে পানিসম্পদ উপমন্ত্রী

| বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নির্বাচন এলেই একটি গোষ্ঠী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। দেশের আলেম সমাজকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করেননি। বঙ্গবন্ধুর স্বল্পকালীন শাসনামলে তিনি ইসলামের প্রচার-প্রসারে গ্রহণ করেছিলেন বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা ব্যবস্থা।
গতকাল বুধবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের সেন্ট্রাল অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উপমন্ত্রী আইআইইউসি ক্যাম্পাসে প্রবাহমান ঘোড়ামরা খালে সুপেয় পানির জলাধার নির্মাণ ও সৌন্দর্য্য বর্ধনে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্প পরিদর্শন করেন। উপমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবাহিত ঘোড়ামরা খালে সুপেয় পানির জলাধার নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধনে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হবে। সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম সমাজের জন্য কাজ করেছেন। ইসলাম প্রচার এ প্রসারে নানামুখী উদ্যোগ নিয়েছেন। ধর্মকে কেউ যেন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইআইইউসির ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. দীন মোহাম্মদ, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান ও বিওটি সদস্য রিজিয়া রেজা চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, অধ্যাপক হারুন অর রশিদ, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী মো. রমজান আলী, সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রহিম সরকার প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি পরিদর্শন করেন। এর আগে সকালে আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শনকালে তিনি প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী : বিভাগীয় কমিশনার
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ১০ জুয়াড়িসহ ২৩ আসামি গ্রেপ্তার