যে পথে হেঁটেছি যুগ যুগ, সে পথ আজ মরীচিকায় ঢাকা
রাস্তার পাশে যে বৃক্ষের তলে দাঁড়িয়ে
পথিক দু‘দণ্ড জুড়িয়ে নিয়েছে ঘাম, সে এখন পত্রহীন
দিনের ক্লান্তি জোড়াতে যে নদীর জলে শীতল হয়েছে দেহ
আজ তার মৃত বুকে গজিয়েছে ঘাস!
মনে পড়ে–খুব মনে পড়ে ঝোপের পথ ধরে হেঁটে যেতে
জংলি ফুলের গন্ধ বন্য করে দিত, এখন সেখানে বিরান জমিন!
এতসব বদলে যাওয়ার পরও বদলে যাইনি একটুও
বিলুপ্ত স্বর্ণলতার গন্ধ এখনো শরীরে লেগে আছে
হৃদয়ের আয়নায় প্রতিবিম্ব দেখি
সেই প্রীতিময় নদী বনরাজি
অনাকাঙ্ক্ষিত সময়গুলি তৈরি করেছে এক দেয়াল
প্রাচীর ডিঙিয়ে দৃষ্টি যখন স্মৃতিতে ফিরে যায়
তখন হয়ে উঠি গ্রামের পথচলা চপলা হরিণ
আনমনা সময় পেরিয়ে যায় কত
ঘোর কেটে সামনে যেতেই থমকে দাঁড়ায়
পথ ও ‘পা’ !