ঘোর কুয়াশা শার্সিতে

ইকবাল বাবুল | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

 

 

শীত নেমেছে কনকনে খুব হিম লাগে না কার শীতে

সকাল বেলা উঠেই দেখি ঘোর কুয়াশা শার্সিতে

আঙুল দিয়ে শার্সিটাতে রোজ লিখে যাই নাম আমি

করলে শুরু দুষ্টুমি ভাই হয় বুঝি আর তামামি ?

হা হা করে অনেক ধোঁয়া বের করি এই মুখ থেকে

এমন শীতে লেপের ভিতর চাইবে না ভাই ঢুকতে কে

কিনতু আমি জ্বালাই আগুন হাত,পা এবং গা সেঁকি

শীতটা তখন পালায় কোথায়, শীত কাছে আর আসে কি

চাই না তখন বৃষ্টি নামুক আচমকা এক পশলা

কান পেতে রই আসবে কখন ডাক দেবে সেই রসঅলা

রস নিয়ে মা জ্বাল দেচুলোয় ছড়ায় রসের গন্ধ কী

পাই না ভেবে এত্ত খুশি রাখবো কোথায় বন্ধকি ?

ইচ্ছেমতন চিতই ভাঁপা রসটাতে খাই চুবিয়ে

কেমন করে বুঝাই বলো শীতপিঠা যে খুব ইয়ে

খুব খুশিতে লাফাই তখন আর পড়ে না পা মেঝে

নিজকে আমি জড়িয়ে রাখি এমন শীতের আমেজে।

পূর্ববর্তী নিবন্ধমন জানালা
পরবর্তী নিবন্ধএলিয়েন বন্ধু