ঘেরের জালে অজগর, উদ্ধারের পর চুনতি অভয়ারণ্যে অবমুক্ত

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় মাছের ঘেরের জালে আটকা পড়া একটি অজগর উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার লোকালয় থেকে সাপটি উদ্ধার করা হয়। পর্যবেক্ষণ শেষে গতকাল সকাল ১১টায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বনাঞ্চলে সাপটি অবমুক্ত করা হয়েছে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, রাতে স্থানীয় মিজানের মাছের ঘেরের চারপাশে দেয়া জালে আটকা পড়ে একটি অজগর। পরে স্থানীয়দের দেয়া খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে অভয়ারণ্য রেঞ্জে নিয়ে আসা হয়। উদ্ধার করা অজগরের ওজন সাড়ে ৫ কেজি ও লম্বায় ৬ ফুট। এটি ইন্ডিয়ান পাইথন প্রজাতির একটি অজগর। পর্যবেক্ষণ শেষে অজগরটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রামের দিক নির্দেশনায় অবমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবের বুধবারের সভা স্থগিত
পরবর্তী নিবন্ধস্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত দেখালো সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স