যৌতুক প্রথা আমাদের দেশের একটি ভয়াবহ ও ঘৃণ্য সামাজিক সমস্যা। কিছু সংখ্যক ছাড়া বিয়ের সময় প্রায় বরপক্ষ কনে পক্ষের কাছে যৌতুক দাবি করে। কোনো কারণে তারা যদি মেয়ের বাবার কাছ থেকে যৌতুক না পায়, তাহলে সে মেয়েকে অশান্তি, মারধর, নির্যাতন সইতে হয় এমনকি খুনও হতে হয়। বর্তমানে এই কারণেই অনেক বিয়ে ভেঙে যাচ্ছে। ফলে সেই দম্পতির সন্তানরাও ধ্বংস হয়ে যাচ্ছে।
অনেক নারী মা-বাবার অসহায়ত্বের কথা ভেবে বেছে নেয় আত্মহত্যার পথ। যা প্রায়দিন পত্রিকার পাতায় খবর হয়। বর্তমানে ৮০% সংসার যৌতুকের কারণেই ভাঙছে। ১৯৮০ সালের আইন অনুযায়ী যৌতুক গ্রহণকারীকে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে।
১৯৯৫ সালে প্রণীত নারী ও শিশু নির্যাতন আইনেও যৌতুক প্রথার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রাখা হয়েছে। তারপরও নারীরা নিরাপদ হতে পারছে না। সুতরাং এই অভিশপ্ত প্রথাটি সমাজ থেকে চিরতরে উৎপাটনে সবাইকে এগিয়ে আসার আকুল আবেদন জানাচ্ছি।
জান্নাতুল নাঈমা লামিয়া
৭ম শ্রেণি,
আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, চট্টগ্রাম।