ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট এর তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর স্বেচ্ছাসেবকরা। ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সাথে সমন্বয় সভা ও সমন্বয় সর্ম্পূণ করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালাম ও সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য, জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর দিক নির্দেশনায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকবেলার লক্ষ্যে ঘূর্ণিঝড় পূর্ববর্তী ঘূর্ণিঝড় কালীন সাড়া প্রদান আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশুদের পৌছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিং এর মাধ্যমে সচেতনতা ও ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার ও ত্রাণ বিতরণ ও পুর্নবাসন এর জন্য রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কাজ করবে সিদ্ধান্ত গৃহিত হয়।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু’র নেতৃত্বে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় রেড ক্রিসেন্ট চট্টগ্রামের মুক্তদল সদস্য ও কলেজ ইউনিটের সদস্য এবং উপজেলা পর্যায়ে প্রায় ৩৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
বার্তা প্রেরক-
অভিষেক চৌধুরী
উপ প্রধান, প্রচার ও প্রকাশনা বিভাগ
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম
মোবাইল নং- ০১৫৫৮-৪৫৪৭৯৪