ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মী ও মানবিক টিমকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। গতকাল শনিবার ষোলশহর আলমগীর খানকা শরীফে গাউসিয়া কমিটি বাংলাদেশের অনুষ্টিত এক জরুরি সভায় এ নির্দশনা দেয়া হয়। পেয়ার মোহাম্মদ কমিশনেরর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনওয়ারুল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ, মহাসচিব শাহজাদা ইবনে দিদার, যুগ্ম মহসচিব এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার, অর্থ সম্পাদক কমরুদ্দিন সবুর, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি সিকদার।
সভায় বক্তরা বলেন, উপকূলীয় এলাকায় সচল সাংগঠনিক কমিটি কর্মকর্তা ও সদস্যরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়াবে। উপকূলীয় এলাকায় অসহায় লোকদের আশ্রয়কেন্দ্র আনয়নসহ সকল প্রকার সহযোগিতার নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে যুগ্ম মহসচিব এড. মোসাহেব উদ্দিন বখতিয়ারকে প্রধান করে একটি মনিটরিং টিম গঠন করা হয়। দুর্যোগ মোকাবেলায় সার্বিক যোগাযোগ করা যাবে চেয়ারম্যান– ০১৮১৯৩১৭৬২৮, মহাসচিব ০১৮১৯৬৩০২৪৫, যুগ্ম মহাসচিব ০১৮১৯৩৩৪৬০৮ নাম্বারগুলোতে। প্রেস বিজ্ঞপ্তি।