ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা। মোখা মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ইউনিটের কনফারেন্স রুমে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি চট্টগ্রামের উপ পরিচালক হাফিজুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, মো. সেলিম আহমেদ, আশরাফ উদ্দৌলা সুজন, আবদুল মান্নান, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, অধ্যক্ষ মর্জিনা আক্তার প্রমুখ। সমুদ্র উপকূলীয় উপজেলা সন্দ্বীপ, সীতাকুন্ড, মীরসরাই, কর্ণফুলী, বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় ঘূর্ণিঝড় মোকবেলার লক্ষ্যে ঘূর্ণিঝড় পূর্ববর্তী ঘূর্ণিঝড়কালীন সাড়া প্রদান, আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশু, গবাদি পশু পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা, শুকনা খাবার বিতরণ, উদ্ধার ও ত্রাণ বিতরণ পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ও যুব রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকরা একসাথে দুর্যোগ মোকাবেলায় কাজ করবে। সার্বিক প্রস্তুতি নিয়ে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কনফারেন্স রুম ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যালয়কে কন্ট্রোল রুম হিসেবে ঘোষণা করা হয়। জরুরী বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৮১৫–৩৩২৩১৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।