গত বর্ষায় দুই দফা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সেন্টমার্টিনের জেটি অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছে সামাজিক উন্নয়ন বিষয়ক সংগঠন পদক্ষেপ বাংলাদেশ। গতকাল শনিবার দুপুরে শহরের এক অভিজাত আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ১৫ অক্টোবরের মধ্যে জেটিটির জরুরী মেরামত সম্পন্ন করার দাবি জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে পদক্ষেপ বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি তোফায়েল আহম্মেদ বলেন, দেশের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ। এ দ্বীপটি দেশের অনেকের মানুষের কাছে স্বপ্নের মতো। এ দ্বীপের পর্যটন শিল্পের উপর ভিত্তি করে পর্যটন মৌসুমে ৭-৮টি জাহাজ চলাচল করে। এছাড়া ২০০-৩০০ বাস, মিনিবাস, ১০০ মাইক্রোবাস, ২০০ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, ৪০০ ট্যুরিস্ট গাইড এবং ক্ষুদ্র ব্যবসায়ীসহ অন্তত ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা এ দ্বীপের পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। আর এ দ্বীপে যাতায়াতের জন্য রয়েছে একটি মাত্র জেটি, যেটি এখন প্রায় ব্যবহার অনুপযোগী। তাই শীতকালীন পর্যটনের ভর মৌসুম শুরুর আগেই জেটিটি সংস্কার করা না হলে কক্সবাজারের পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও বিপুল অংকের রাজস্ব হারাবে।