ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের দুই শতাধিক পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ সময় প্রত্যেক পরিবারকে ৫০০ টাকা করে নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তাও দেওয়া হয়।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি এবং নবনির্বাচিত কঙবাজার জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য তানিয়া আফরিনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে উপজেলার মগনামা ও উজানটিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ বিএ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল করিম, নবনির্বাচিত কক্সবাজার জেলা পরিষদ সদস্য শওকতুল ইসলাম, এমপির পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী প্রমুখ।











