ঘূর্ণিঝড় ‘মিধিলি’ : সন্দ্বীপে গাছের ঢাল পড়ে নিহত ১

সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৭:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তাণ্ডবে আজ শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে শুরু হয় তীব্র বাতাস। এ সময় তীব্র বাতাসে গাছের ঢাল ভেঙে পড়ে আবদুল ওহাব (৭০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

তিনি সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হানিফ মাঝির বাসিন্দা।

মগধরা ইউনিয়নের বাসিন্দা সাফায়েত হোসেন দৈনিক আজাদীকে জানান, বিকালে বাড়িতে নিকটস্থ মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অত্যাধিক বাতাসে গাছের ঢাল ভেঙে আঘাত প্রাপ্ত হয়ে আবদুল ওহাব মৃত্যুবরণ করেন।

এছাড়া ঘুর্ণিঝড় ‘মিধিলি’র তাণ্ডবে সন্দ্বীপের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি গাছপালা উপড়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগে ফেরি বন্ধ, ঝূুকি নিয়ে বোয়ালখালীবাসীর নৌকা পারাপার
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘মিধিলি’ : মীরসরাইয়ে গাছ পড়ে শিশুর মৃত্যু