বিতর্কিত ইউনিফিকেশন চার্চের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্টের স্ত্রীকে ২০ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ৫২ বছর বয়সী কিম কিওন হি–র বিরুদ্ধে শেয়ার মূল্যে কারসাজি এবং ২০২২ সালের নির্বাচনের আগে এক রাজনৈতিক মধ্যস্থতাকারীর কাছ থেকে বিনামূল্যে জনমত জরিপ নেওয়ার অভিযোগও আনা হয়েছিল। কিন্তু আদালত তাকে এসব অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন। খবর বিডিনিউজের।
২০২২ সালের নির্বাচনে জিতেই কিমের স্বামী ইউন সুক ইওল ক্ষমতায় বসেছিলেন। দুই বছর পর ২০২৪ সালে মার্শাল ল জারির ব্যর্থ এক চেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষমতার অপব্যবহার ও বিচারকাজে বাধার অভিযোগে এরই মধ্যে ইউনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।











