ঘুষ গ্রহণ মামলা : এক যুগ পর ফের শুরু হচ্ছে সালাহউদ্দিনের বিচার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

আবাসিক গ্যাস সংযোগের টেস্ট রিপোর্ট প্রদানের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছেন, এমন অভিযোগে করা একটি মামলার বিচার থেকে রেহাই পাচ্ছেন না বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের সাবেক সহকারী ব্যবস্থাপক সৈয়দ সালাহউদ্দিন আহমেদ। উচ্চ আদালত কর্তৃক স্থগিতাদেশ বাতিল হয়ে যাওয়ায় দীর্ঘ ১২ বছর পর তার বিরুদ্ধে ফের শুরু হতে যাচ্ছে বিচারকার্যক্রম। দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১০ সালের ২৫ আগস্ট ঘুষ গ্রহণের এ মামলায় স্থগিতাদেশ জারি হয়। প্রথমে ৬ মাসের স্থগিতাদেশ ছিল। পরে সেটি বাড়তে বাড়তে প্রায় এক যুগে দাড়ায়। একপর্যায়ে গত বছরের ১ নভেম্বর উচ্চ আদালত উক্ত স্থগিতাদেশ বাতিল করে আদেশ জারি করেন। পিপি বলেন, আগামী ৩ মার্চ স্পর্শকাতর এ মামলার তারিখ রয়েছে। সেদিন উচ্চ আদালতের স্থগিতাদেশ বাতিল আদেশ বিষয়ে শুনানি হবে। আশা করছি, এর পরের ধার্য তারিখ থেকে সাক্ষ্যগ্রহণ আরম্ভ হবে।
বিভাগীয় বিশেষ জজ আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৭ মে সৈয়দ সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে এ মামলায় চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুস ছালাম। এ চার্জশিট আমলে নিয়ে পরের বছরের ২৩ মে সৈয়দ সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এরপরই সৈয়দ সালাহউদ্দিন আহমদ উচ্চ আদালতে যান এবং স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। আদালত সূত্র আরো বলেন, ২০০৮ সালের ১২ নভেম্বর তদন্ত কর্মকর্তা আবদুস ছালাম সৈয়দ সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলাটি করেন। জানা যায়, সম্পূর্ণ অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে সৈয়দ সালাহউদ্দিন আহমেদ ঘুষ গ্রহণ করেছেন। যেটি দণ্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
আদালত সূত্র জানায়, কিছুদিন কারাগারে থেকে তিনি জামিনে বের হন এবং এখনো তিনি জামিনে আছেন।

পূর্ববর্তী নিবন্ধগণটিকায় গণজোয়ার
পরবর্তী নিবন্ধটেকনাফে ১৫ কোটি ৮৫ লাখ টাকার আইস উদ্ধার