ঘুষি মেরে পালানোর সময় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. আবদুল লতিফ খাগড়াছড়ির দীঘিনালা আওয়ামী লীগের সহসভাপতি। গতকাল সোমবার দুপুরে ছোট মেরুং বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চংড়াছড়ি এসএসইডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি মো. জাকারিয়া বলেন, স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফ একজনকে ঘুষি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দীঘিনালা ও খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার মো. আবদুল লতিফ ছোট মেরুং ১নং কলোনি এলাকার মৃত নুর হোসেনের ছেলে।