ঘুম ভাঙানোর গপ্পো

সুবর্ণা দাশ মুনমুন | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

স্কুল পালানো মেঘটা সেদিন উইকএণ্ডের শেষে

নাক ডাকা এক ঘুম দিয়েছে ঝোঁপের কাছে এসে।

 

উইকএন্ডের শেষ হতে আর ঘন্টা চারেক বাকি

ঘুম ভাঙাতে হাজির হলো নথ পরা জোনাকি।

 

টুং টাং টুং কুটুর কাটুর ঘন্টা নাড়ার পর

হতাশ হয়ে জোনাক পোকা চললো নিজের ঘর।

 

ঘুম ভাঙা কি অত্ত সোজা ? কেমন কঠিন শোনো

ফেল্টু মেরে ফেরত গেল তুলোট মেঘার বোনও।

 

ধলা মেঘা, কালা মেঘা বদ্যি আনে ধরে

বদ্যি দিল ফুঁস মন্তর মেঘের পকেট ভরে।

 

ফুঁস মন্তর, বদ্যি, ওঝা সবই গেল ফাঁকি

তখন ধরো মিনিট দশেক দিন ফুরোবার বাকি।

 

সুয্যি বাবু ফেরার তাড়ায় ধুতির কাছা ধরে

ঠিক তখুনি ঝোঁপের মাথায় রোদ নামে টুপ করে।

 

সোনার কাঠি,রুপোর কাঠি রোদ মিলালো যেই

ঘুম ভেঙে মেঘ ছুট লাগালো নিজের অজান্তেই।

পূর্ববর্তী নিবন্ধচবি রসায়ন বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রাণের বাংলা ভাষা