ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে কুপিয়ে হত্যা

| শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৮:১০ অপরাহ্ণ

পাবনার সাঁথিয়া উপজেলায় কাজের জন্য ঘুম থেকে ডেকে তোলায় ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান।

নিহত আব্দুল মালেক (৬০) ওই গ্রামের প্রয়াত তায়জল শেখের ছেলে। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে মানিক (২৮) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজের।

আব্দুল মালেক শেখের দুই ছেলে দুই মেয়ে। ছেলেদের মধ্যে মানিক বড়। আব্দুল মালেক পেশায় বাঁশ ব্যবসায়ী ও কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, বাবা ও ছেলের মধ্যে তেমন ঝামেলা ছিল না। অলস প্রকৃতির হওয়ায় মানিক তেমন কাজকর্ম করতে চাইতেন না। সকালে আব্দুল মালেক বাঁশ কাটার জন্য উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন। এ সময় কাজে যেতে ঘুম থেকে ওঠার জন্য মানিককে ডাকছিলেন তিনি।

ওসি সাইদুর রহমান বলেন, “ঘুম থেকে উঠার পর বাবার সঙ্গে তর্কে জড়ায় মানিক। এক পর্যায়ে ধার দেওয়া কুড়াল নিয়ে বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন মানিক। এতে ঘটনাস্থলেই আব্দুল মালেক মারা যান। স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যান।”

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

পলাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধদেশি পোশাককে বিদেশি বলে বিক্রি, মিমি সুপারে অভিযানে ধরা
পরবর্তী নিবন্ধটেকনাফে নৌকা ডুবিতে ৪ জনের মরদেহ উদ্ধার