ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন এক ট্রাক চালক। তার নাম মিটুল মোল্লা (৩৮)। ঘুম ঘুম চোখে ট্রাক চালানো অবস্থায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মাগুরা জেলার আজমপুর গ্রামের বাসিন্দা মো. মনু মোল্লার ছেলে।
জানা যায়, এদিন ভোরে চট্টগ্রামমুখী একটি ট্রাক ছোট দারোগারহাট এলাকা অতিক্রমকালে তার সামনে থাকা একটি অজ্ঞাত কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়ে–মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মারাত্মক আহত হন ট্রাক চালক। পরে স্থানীয়রা এবং কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
কুমিরা হাইওয়ে থানার এসআই মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ট্রাক চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন বলে জানান তিনি।