পটিয়ায় ঘুমের মধ্যে দুষ্টুমির ছলে বন্ধুরা চুল কেটে দেয়ায় মোহাম্মদ রাসেল (১১) নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলার কেলিশহর ২ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল স্থানীয় মোহাম্মদ শরীফের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাসেল ঘুমের মধ্যে থাকা অবস্থায় তার বন্ধুরা মাথার চুলগুলো কেটে এলোমেলো করে দেয়। ঘুম থেকে উঠে সে তার শখের চুলের এমন অবস্থা দেখে মারাত্মকভাবে ক্ষেপে যায়। বিষয়টি নিয়ে তার মায়ের সঙ্গেও অভিমান করে। পরে সবার অগোচরে ঘরের বিমের সঙ্গে রশি টাঙিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বসে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পটিয়া থানা পুলিশ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।
জানা গেছে, নিহত রাসেলের মা শারমিন আক্তার দুই বিয়ে করেন। প্রথম বিয়ে করেন মোহাম্মদ শরীফকে। সেই ঘরের সন্তান রাসেল। তার পিতা শরীফ মালয়েশিয়া চলে গেলে মা শারমিন বিয়ে করেন কেলিশহরের গুচ্ছগ্রাম এলাকার মোহাম্মদ সেলিমকে। রাসেল মায়ের দ্বিতীয় স্বামীর ঘরেই বসবাস করে আসছিল।
জানতে চাইলে পটিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এ বিষয়ে আমি এখনও কিছু শুনিনি। তবে খবর নিয়ে দেখা হচ্ছে।