ঘুমের মধ্যেই প্রাণ গেল গাজার এক ক্ষুধার্ত পরিবারের সবার

ইসরায়েলি হামলা

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে গিয়েছিলেন আলশায়ের পরিবারের সদস্যরা, সেই ঘুমই চিরঘুম হল তাদের। গাজায় ইসরায়েলি হামলায় ঘুমের মধ্যেই এই পরিবারের সব সদস্য নিহত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় যে শতাধিক নিহত হয়েছে, তার মধ্যে ফ্রিল্যান্স সাংবাদিক ওয়ালা আলজাবেরি, তার স্বামী ও তাদের ৫ সন্তানের এ পরিবারও আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বুধবার বোমায় বিধ্বস্ত বাড়ির বাইরে সাদা কাফনে মোড়া অবস্থায় পড়ে ছিল পরিবারটির সদস্যদের নিথর দেহ। কাফনের ওপর কলমের কালিতে লেখা ছিল তাদের নাম। রক্ত চুঁইয়ে বেরিয়ে আসায় কাফনের সাদা কাপড় ধীরে ধীরে লাল হয়ে উঠছিল। এটা আমার কাজিন। তার বয়স ছিল ১০। আমরা ধ্বংসস্তূপ খুঁড়ে তাদের বের করেছি, উদ্ধারের পর একটি মৃতদেহ হাতে নিয়ে এমনটাই বলেছেন আমর আলশায়ের।

পূর্ববর্তী নিবন্ধপতাকা-দূতাবাস সবই ভুয়া, কাল্পনিক দেশের রাষ্ট্রদূত ভারতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকম্বোডিয়ার হামলায় এক সেনাসহ ১২ জন নিহত : থাইল্যান্ড