ঘুমাতে গেল হাসিখুশি, ভোরে পাওয়া গেল কলেজছাত্রীর লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২ জুন, ২০২১ at ১১:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে লিজা আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের জাফরাবাদ ছিন্নমূল এলাকার ৬নং সমাজ এলাকায় এ ঘটনা ঘটে। লিজা ওই এলাকার বাবুল মিয়ার মেয়ে এবং নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন জানান, গতকাল সকাল ৯টায় সীতাকুণ্ড থেকে গলায় ফাঁস দেয়া এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই কলেজ ছাত্রীকে মৃত ঘোষণা করেন।
লিজার বাবা বাবুল মিয়া বলেন, রাতে খাবার খেয়েছে সবার সাথে। হাসিখুশি ঘুমাতে যায় লিজা। ভোরে তার লাশ পাওয়া যায়। আমার স্ত্রী ফজর নামাজ পড়ার জন্য উঠে দেখে গলায় ওড়না পেঁচিয়ে সে ঘরে আত্মহত্যা করেছে। তবে সে কী কারণে আত্মহত্যা করেছে তার সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেননি তিনি। স্থানীয় কয়েকজন জানিয়েছেন, লিজার সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে প্রেমিকের সাথে মনোমালিন্য হওয়ার কারণে সে আত্মহত্যা করেছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফিলিস্তিনিদের জন্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ১৫ হাজার ডলার অনুদান