ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেল তিন ভাইবোন

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

চকরিয়ার হারবাংয়ে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে আকস্মিক অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হয়ে বাড়ির ভেতর মারা যায়। এ সময় ভস্মীভূত হয় বাড়িটিও। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর একে একে তিনটি দগ্ধ মরদেহ বের করে আনে। মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছে ১২ বছরের জাহেদুল ইসলাম এবং তার ছোট দুই বোন ১০ বছরের মীম আক্তার ও মিতু মণি (৮)। তারা হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবানঘাটা গ্রামের জাকের হোসেন মিস্ত্রীর সন্তান।
স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সেমি পাকা বাড়িটি আগুনে পুড়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিল। তবে তিন শিশু ঘুমিয়ে থাকা কক্ষটির চারিদিক আগুনবেষ্টিত হওয়ায় কেউ বাঁচেনি। অন্যকক্ষে যারা ছিলেন তারা প্রাণে বেঁচে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম। তিনি জানান, অগ্নিকাণ্ডে তিনটি শিশু পুড়ে মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি। চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহতাব উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিকে একযোগে আরো ১২ জনকে বদলি
পরবর্তী নিবন্ধনগরী ও উপজেলায় চলছে স্মার্ট কার্ড বিতরণ