ঘুমধুম সীমান্ত কলেজের যাত্রা শুরু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:২৭ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩০ হাজার মানুষের প্রাণের দাবির পূর্ণতা দিতে ঘুমধুম সীমান্ত কলেজের অফিসিয়াল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে ঘুমধুম সীমান্ত কলেজের অফিসিয়াল কার্যক্রমের উদ্বোধন করেন ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহ আজিজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিউল্লাহ। আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজামিয়া, ঘুমধুম সীমান্ত কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ ফরিদ, অধ্যাপক কবি সিরাজ, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর, ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, মাওলানা সেলিম উল্লাহ, ডা. মোহাম্মদ শাহজাহান, মাস্টার শাহজাহান, এম ছৈয়দ আলম, বদর উল্লাহ, শ.ম.গফুর, মোহাম্মদ শাহজাহান, ইব্রাহীম খলিল, ছৈয়দুর রহমান হীরা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিজস্ব ভূ-সম্পত্তি দিয়ে আয়বর্ধক প্রকল্প করতে চায় চসিক
পরবর্তী নিবন্ধদেশের গ্রামগুলোকে শহরে পরিণত করেছে সরকার : হুইপ সামশুল