ঘুমধুম সীমান্তে বন্দুকযুদ্ধ ২ রোহিঙ্গা নিহত

তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। গতকাল সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, মাদকের বড় একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছে; খবর পেয়ে ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া-চাকমা সীমান্ত পথে অভিযান চালায় বিজিবির দুটি টহল দল। এ সময় ৬-৭ সদস্যের মাদক চোরাকারবারী চক্র বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
কিছুক্ষণ পর পিছু হটে মাদক কারবারী চক্র। পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই বিজিবি সদস্যও আহত হয়েছেন। সংশ্লিষ্টরা জানান, গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ফোরকান আহমেদের ছেলে মো. জোবায়ের (২৮) এবং মৃত আমির হামজার ছেলে দীল মোহাম্মদ (২৫)। বিজিবি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইয়াবা ছাড়াও ২টি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, বিজিবির সাথে মাদক চোরাকারবারী চক্রের গোলাগুলির খবর ভোর রাতে পেয়েছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধপাওনা টাকা ফেরত দিতে না পারায় শিশু সন্তানকে অপহরণ
পরবর্তী নিবন্ধমেডিকেলে ভর্তি পরীক্ষা ২ এপ্রিল, ডেন্টালে ৩০ এপ্রিল