ঘুমধুমে ৬ হাজার ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র টহল দলের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মাদক কারবারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার নাজির হোসেন ও হোসনে আরা দম্পতির ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘুমধুমস্থ ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ থেকে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করে দেহ তল্লাশিতে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোহাগ রানা ও সঙ্গীয় ফোর্স। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আইনের সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধহোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের চিকিৎসা সহায়তা প্রদান