নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রেজুপাড়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের বার্মিজ সিগারেট জব্দ করেছে। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে ভালুকিয়া হারুন মার্কেট নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন এসব অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত ২০ হাজার ১০০ প্যাকেট সিগারেটের বাজার মূল্য প্রায় ৬০ লাখ ৩০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন (৩৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। আটকৃত মালামাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।












