নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ৩ হাজার ৭শ ১৫ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মো. শাহ জালাল। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র জানায়, গতকাল বুধবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পাহাড়পাড়া এলাকায় ইয়াবাসহ ধরা পড়েন শাহ জালাল। তিনি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। পরে তাকে তল্লাশি করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ সাড়ে ১৪ হাজার টাকা। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।