ঘুমধুমে ১১শ পিস ইয়াবাসহ যুবক আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:২৮ অপরাহ্ণ

পার্বত্য নাইক্ষ্যংছড়িতে ১ হাজার ১শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতের নাম রুবেল বড়ুয়া (৩২)। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুলিন বড়ুয়ার ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া টেকপাড়া রোডস্থ টিভি টাওয়ার এলাকা থেকে ইয়াবাসহ রুবেল বড়ুয়াকে আটক করে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআফছারুল আমিনের ভাইয়ের দাফন সম্পন্ন করল গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য অধিদপ্তরে অক্সিজেন সরঞ্জাম দিল ইউনিলিভার বাংলাদেশ