ঘুমধুমে পাগলা হাতির তাণ্ডব, ঘর ভাঙচুর

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৫:০৭ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে এক উপজাতি নারীর ঘর ভাঙচুর করেছে বন্য হাতির পাল। গত ২৩ সেপ্টেম্বর রাতে ইউনিয়নের দুর্গম পাগলি খালের আগা নামক স্থানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নারীর নাম মাংকি তঞ্চুংগ্যা। তিনি দুই ছেলে ও এক মেয়ের মা।

স্থানীয় বাসিন্দা শামশুল হক জানান, ১০১২টি বন্য হাতি মাংকি তঞ্চুংগ্যার বাড়িতে রক্ষিত ধান, চাল খেয়ে ফেলে ও বসতঘর ভাঙচুর করে। থাকার ঘর হারিয়ে বর্তমানে ছোট ছোট সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন ওই নারী।

ক্ষতিগ্রস্ত মাংকি তঞ্চুংগ্যা বলেন, হাতির পাল আসার খবর পেয়ে ওই রাতে আমি বাচ্চাদের নিয়ে অন্য জায়গায় আশ্রয় নিই। হাতিগুলো আমার সব শেষ করে ফেলেছে। তবে বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হলেও কেউ সাহায্য করেনি বলে অভিযোগ করেন তিনি। এলাকাবাসী অসহায় পরিবারটিকে সহযোগিতা করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, ঘটনাটি তিনি জানতেন না। খবর নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির বিচার শুরু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার