হাটহাজারীতে ঘাড় ভেঙে দিয়ে স্ত্রীকে হত্যার সাড়ে তিন মাস পর পলাতক স্বামী মোজাম্মেল হোসেন (৪০) র্যাবের জালে আটকা পড়েছে। গত শনিবার সন্ধ্যায় তাকে সীতাকুণ্ড থানার ভাটিয়ারি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি সাতকানিয়া থানার কেউচিয়া এলাকার সিদ্দিক
আহম্মদের পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকাল আনুমানিক ৯টায় হাটহাজারীর মেখল সড়কের একটি বাসা হতে ঘাড় ভাঙা অবস্থায় এক মহিলার লাশ উদ্ধার করে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ভিকটিমের স্বামী মোঃ মোজাম্মেল হোসেন এবং অজ্ঞাতনামা আরও দুয়েক জনকে আসামি করে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে র্যাব-৭, চট্টগ্রাম ওই হত্যা মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের গোয়েন্দা নজরদারি শুরু করে। গত শুক্রবার সন্ধ্যায় সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল হোসেন ভিকটিমকে হত্যার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেছে বলে জানায় র্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।