গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মো. নুরুল আফছার (৪০) প্রকাশ আফছার ড্রাইভার নামে এক যুবকের। গতকাল বুধবার দুপুরের দিকে খাগড়াছড়ির রামগড়ে ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত মো. নুরুল আফছার রামগড় পৌরসভার ফেনীরকুল (কাঠালবাড়ী) গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে। নিহত আফছার দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। নিহতের বড়ভাই মো. বেলাল হোসেন জানান, দুপুরে বৃষ্টির মধ্যে তার ভাই বাড়ির পাশের ধানি জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সেখানে বজ্রপাতের ঘটনায় সে অজ্ঞান হয়ে পড়লে দূরে থাকা এক প্রতিবেশি আত্মীয় খবর দিলে ভাইকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।