ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঘাসফুল প্রধান কার্যালয়ে মিলাদ মাহফিল, বাওয়া এতিমখানায় খাবার বিতরণ, ঢাকার আজিমপুর কবরস্থানে পুষ্পার্ঘ্য প্রদান। ঘাসফুল পরাণ রহমান স্কুল ও ঘাসফুল শিশু বিকাশসহ সকল শাখায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে নারীর আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য তিনি বেগম রোকেয়া পদকে ভূষিত হন। ২০১৫ সালের এদিনে শামসুন্নাহার রহমান পরাণ মৃত্যুবরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় হাতির আক্রমণে ব্যবসায়ী আহত
পরবর্তী নিবন্ধঈদে এক কোটি পরিবার পাবে বিনামূল্যের চাল : খাদ্য উপদেষ্টা