ঘাসফুল পরাণ রহমান স্কুলে চক্ষু পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

পশ্চিম মাদারবাড়ীস্থ ঘাসফুল পরাণ রহমান স্কুল ও শিশু বিকাশ কেন্দ্রে গত ২২ অক্টোবর অনুষ্ঠিত হয় চক্ষু পরীক্ষা ও বার্ষিক ক্রীড়া এবং সৃজনশীল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ৩১৫বি৪এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, আরসি হেড কোয়ার্টার) লায়ন তারেক কামাল, ক্লাব সভাপতি লায়ন মির্জা মো. ইলিয়াছ, ঘাসফুল সাধারণ পরিষদ ও স্কুল কমিটির সদস্য কবিতা বড়ুয়া, ক্লাব সদস্য লায়ন নাদিরা রহমান এবং লিও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হয়। লায়ন্স অক্টোবর সেবা মাস উপলক্ষে ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্র (পূর্ব মাদারবাড়ি) ও ঘাসফুল পরাণ রহমান স্কুল (পশ্চিম মাদারবাড়ি) এই দুটি প্রতিষ্ঠানের মোট ১৭০ জন শিক্ষার্থীর চোখের পরীক্ষা সম্পন্ন হয়। পরবর্তী পর্বে অনুষ্ঠিত হয় রঙিন ও প্রাণবন্ত সৃজনশীল প্রতিযোগিতা ‘যেমন খুশি তেমন সাজো’। শেষ পর্বে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুলতানপুর কালী বিগ্রহ মন্দিরে লায়ন্স ক্লাবের চক্ষু চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধনরসিংদীতে ঘুমন্ত মা ও সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৫