ঘাসফুল নির্বাহী পরিষদের সভা

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১:০৫ অপরাহ্ণ

ঘাসফুল নির্বাহী পরিষদের ৭ম সভা (২০২০ – ২১ অর্থবছর) গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঘাসফুল নির্বাহী পরিষদের চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী। সভায় সংস্থার চলমান কার্যক্রম নিয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন ঘাসফুল নির্বাহী পরিষদের সহ সভাপতি শিব নারায়ন কৈরী, সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, নির্বাহী সদস্য পারভীন মাহমুদ এফসিএ। উল্লেখ্য, গত ৩০ মে ঘাসফুল অডিট ও ফিন্যান্স কমিটির আহ্বায়ক পারভীন মাহমুদ এফসিএ’র সভাপতিত্বে ঘাসফুল অডিট ও ফিন্যান্স কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংস্থার আর্থিক বিষয়ে আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় আরো সংযুক্ত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মফিজুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মারুফুল করিম চৌধুরী, অডিট ও মনিটরিং বিভাগের ব্যবস্থাপক টুটুল কুমার দাশ, প্রকল্প ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনূর রশীদ ও পাবলিকেশন্স বিভাগের সহকারী ব্যবস্থাপক জেসমিন আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির ফরম পূরণের সময় বাড়ল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা