ঘাসফুল কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

| শনিবার , ২৮ অক্টোবর, ২০২৩ at ৮:৫২ অপরাহ্ণ

ঘাসফুলের চান্দগাঁওস্থ প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে গত ২৫ ও ২৬ অক্টোবর কর্মকর্তাদের ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়। সরকারি নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এই কর্মশালার আয়োজন করে। অনলাইনে সংযুক্ত হয়ে প্রশিক্ষণ উদ্বোধন করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্‌। বক্তব্য দেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক, পরিচালক নুরে আলম মেহেদী, উপপরিচালক জিনাত আমান বন্যা, ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরী। প্রশিক্ষক ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উপপরিচালক প্রদীপ কুমার ঘোষ, সিনিয়র সহকারী পরিচালক সুমন চাকমা। শেষে গত ২৬ অক্টোবর প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়। সৈয়দ মামুনুর রশীদের সঞ্চালনায় সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী আচরণ দেখছে বিশ্ব
পরবর্তী নিবন্ধবর্ণাঢ্য আয়োজনে চবির দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তী