ঘাসফুলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

| শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

উন্নয়ন সংস্থা ঘাসফুলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব’ উপলক্ষে ২ দিনব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। গত ৬ ও ৭ আগস্ট অনুষ্ঠিত কর্মসূচিতে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি হয়েছে, অন্যদিকে তরুণ প্রজন্মকে সংযুক্ত করা হয়েছে বাস্তবভিত্তিক সবুজায়ন কর্মকাণ্ডে।

গত আগস্ট, ওয়াজেদীয়া অনন্যা আবাসিক এলাকার নিকটস্থ ঘাসফুলের নিজস্ব জমিতে, এবং পিকেএসএফের সহযোগিতায় ঘাসফুলসমৃদ্ধি কর্মসূচির আওতায় নওগাঁ জেলার নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়ন ও হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নে পৃথক তিনটি কর্মসূচিতে চারা রোপণ ও বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয়ের চারপাশে পঞ্চাশটি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ আয়োজনে অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রিজিওনাল কনসালটেন্ট ও সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাত এবং অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা। কর্মসূচিগুলোতে ঘাসফুলের পক্ষ থেকে অংশ নেন সংস্থার ব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ মামুনূর রশীদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর সিরাজুল ইসলাম, মেহাম্‌দ আরিফ, মো. কহিনুর ইসলাম, এসএস রাজীব দে, সুমন দে ও মো. আলমগীর হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটো সাংবাদিক হেলাল সিকদারের পিতার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাস-টেক্সি সংঘর্ষ, আহত ৬