ঘাসফুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চান্দগাঁওস্থ ঘাসফুল প্রধান কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী, সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক মোহাম্মদ ফরিদুর রহমান, উপ-পরিচালক মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, সহকারি পরিচালক খালেদা আকতার, সাদিয়া রহমানসহ সকল কর্মকর্তাবৃন্দ। গতকাল ঘাসফুল পরাণ রহমান স্কুলেও পরাণ রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ মাহমুদা আকতার, শিক্ষক জান্নাতুল মাওয়া, নাজমা আক্তার, তানজিনা হক, মাওলানা আকবর আলীসহ স্কুলের কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ ২০১৫ সালের এইদিনে ইন্তেকাল করেন। তিনি ১৯৭২ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল প্রতিষ্ঠা করেন। প্রেস বিজ্ঞপ্তি।