দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা তৈরীকেই প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফতাবুর রহমান জাফরী। তিনি বলেন, “বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়নের সবচেয়ে বড় সফলতা হবে যদি আমরা নতুন উদ্যোক্তা গড়ে তুলতে পারি। এ উদ্যোগ শুধু কর্মসংস্থান নয়, খাদ্য উৎপাদন ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রও প্রসারিত করবে।” গত শনিবার চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকাস্থ অক্সিজেন শাখায় ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ঘাসফুল আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক আমির হামজা এবং এরিয়া ম্যানেজার মোঃ সরফরাজ চৌধুরী। অভিজ্ঞতা বিনিময় ও বাস্তব জ্ঞান শেয়ার করেন চট্টগ্রাম ও ঢাকার সহকারী পরিচালকগণ, ফেনী এরিয়া ও চট্টগ্রাম জোনের সকল এরিয়া ম্যানেজারগণ, শাখা ব্যবস্থাপকগণ।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ঘাসফুলের উপ–পরিচালক জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক (এসডিপি) কৃষিবিদ কেএমজি রব্বানী বসুনীয়া, সহকারী পরিচালক মো: নাছির উদ্দিন, জোনাল ম্যানেজার মোঃ নাজিম উদ্দিন, চট্টগ্রাম জোনের এরিয়া ম্যানেজার রাহেনা বেগম, মো: ওসমান, মো: সাইফুল ইসলাম, ফেনী–কুমিল্লার এরিয়া ম্যানেজার মো: জুয়েল রানা এবং চট্টগ্রাম জোনের সকল শাখা ব্যবস্থাপকগণ। প্রেস বিজ্ঞপ্তি।