ঘাম ঝরিয়ে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

ঢাকায় ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন চট্টগ্রামে। শুক্রবার সকালে ওয়েস্ট ইন্ডিজ আর বিকেলে বাংলাদেশ দল চট্টগ্রাম এসে পৌছায়। ফলে দু’দলের কেউই অনুশীলন করেনি শুক্রবার। তবে গতকাল ঘাম ঝরানো অনুশীলন করেছেন দু’দল। শিড়িউল অনুযায়ী বাংলাদেশ দল গতকাল সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় আর ওয়েস্ট ইন্ডিজ দুপুরে দিনের আলোয় অনুশীলন করেছে। আজ দু দলের অনুশীলন শিড়িউলে আসবে পরিবর্তন। আজ ম্যাচের আগের দিন বাংলাদেশ দল দুপুরে আর ক্যারিবীয়রা সন্ধ্যায় অনুশীলন করবে। তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ শুরু হবে কাল থেকে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ঢাকায় ওয়ানডে সিরিজে হারা ওয়েস্ট ইন্ডিজ দল গতকাল ২টা থেকে সাগরিকাস্থ বীরশ্রেষ্ট ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুশীলন শুরু করে। নিরবিচ্ছিন্ন তিন ঘন্টার অনুশীলনে প্রখর রোদে নিজেদের ঝালিয়ে নিয়েছে ড্যারেন স্যামির শীষ্যরা। রীতি অনুযায়ী প্রথমে ফুটবল খেলে গা গরম এরপর ফিটনেস ট্রেনিং। তারপর চলে নিরবিচ্ছন্ন ব্যাটিং আর বোলিং। ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিংটা মোটেও ভাল করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাই চট্টগ্রামে ব্যাটিং এর উপর জোর ছিল বেশি। ওয়ানডে সিরিজের ভুল ত্রুটি গুলো শুধরে নতুন করেই যেন নিজেদের প্রস্তুত করল ওয়েস্ট ইন্ডিজ। যদিও ওয়ানডে সিরিজ আর টিটোয়েন্টি সিরিজ সম্পূর্ন ভিন্ন ফরম্যাট। টিটোয়েন্টি সিরিজের জন্য জেসন হোল্ডারের মত অভিজ্ঞ অল রাউন্ডার এসে যোগ দিয়েছেন দলে। সাথে আমির জংগু, রভম্যান পাওয়েলের মত টিটোয়েন্টি ক্রিকেটার। ওয়ানডে সিরিজে বাংরাদেশের স্পিন মোকাবেলা করতে হিমসিম খেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। তাইতো স্পিন নিয়েই যেন বেশি মনযোগী দেখা গেল ক্যারিবীয়দের। যেহেতু টিটোয়েন্টি সিরিজ মানে চার আর ছক্কার ফুলঝুড়ি সেহেতু লম্বা লম্বা ছক্কা মারার অনুশীলনও করল ড্যারেন স্যামি শীষ্যরা। লক্ষ্য ওয়ানডে সিরিজের ভাগ্য যেন বরন করতে না হয়। অপরদিকে ওয়ানডে সিরিজ জিতে একেবারে নির্ভার হয়ে চট্টগ্রামে এসেছে স্বাগতিক বাংলাদেশ। ক্রিকেটারদের শরীরি ভাষাও যেন বদলে গেছে টানা চার সিরিজ পর ওয়ানডে সিরিজ জয়ে। তবে লিটন দাশরা যে হাওয়ায় গা ভাসাতে নারাজ সেটা দেখা গেল তাদের অনুশীলনেও। কোন ধরনের অলসতার লেস মাত্র নেই ক্রিকেটারদের মধ্যে। যেন নতুন করে নিজেদের প্রস্তুত করার তাড়না। ফ্লাড লাইটের আলোয় ঘাম ঝরিয়েছে লিটন, ইমন, হৃদয়, রিশাদ, নাসুমরা। বিশেষ করে বাংলাদেশের স্পিনাররা যেন আরা বেশি ধারালো করার চেষ্টা করছে। স্পিন কোচ মুশতাক আহমেদ তার শীষ্যদের নিয়ে করলেন আলাদা সেশন। শরীফুলতাসকিনরাও পিছিয়ে ছিলেননা অনুশীলনে। ঢাকায় ওয়ানডে সিরিজ জিতলেও প্রথম দুই ম্যাচে ব্যাটিং ছিল একেবারে হতশ্রী। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরেছে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায়। টিটোয়েন্টি সিরিজে সে পথে হাটতে চায়না বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে খেলা ক্রিকেটাররা চট্টগ্রামে আসার দুই দিন আগে বন্দর নগরীতে আসেন লিটন দাশ সহ ছয় টিটোয়েন্টি ক্রিকেটার। তারা আলাদাভাবে অনুশীলন করেছে গতকালের আগ পর্যন্ত। তবে গতকালের অনুশীলন ছিল একেবারে জমাট বাধা। যেখানে ব্যাটারদের নিয়ে বেশি কাজ করতে দেখা গেল কোচদের। কার টিটোয়েন্টি ক্রিকেটে বেশ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে যে ব্যাটারদের সেরাটা দিতে হবে। ইনজুরি কাটিয়ে দলের দায়িত্ব নিয়ে ফেরা লিটন ব্যাট করলেন লম্বা সময়। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলিরা ব্যাটিং অনুশীলন করলেন দারুন মনযোগ সহকারে। লক্ষ্য ওয়ানডে সিরিজের সাফল্য ধরে রাখা। আজ শেষবারের মত অনুশীলন করে নিজেদের আরো প্রস্তুত করে নেবে দু দল। আর কাল মাঠে একই লক্ষ্য নিয়েই নামবে দু দল সেটা বলা যায় অকপটেই।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে বিশ্বকাপ শেষ করার মিশন বাংলাদেশ নারী ক্রিকেট দলের
পরবর্তী নিবন্ধজয় ও রাব্বির সেঞ্চুরিতে রান পাহাড়ে চট্টগ্রাম