ঘাতক দালাল নেত্রীকে পুলিশে দিল শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় কারাগারে প্রেরণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

এক নারীনেত্রীকে ধরে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থীরা। গতকাল রোববার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরের জিপিওর সামনে থেকে তাকে থানায় নিয়ে যান শিক্ষার্থীরা। পরে সন্ধ্যার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজাদীকে বলেন, কানিজ ফাতেমা লিমা নামে একজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থীরা রোববার বিকালে থানায় নিয়ে আসেন। তিনি ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা কমিটির সহমহিলা বিষয়ক সম্পাদক ও জিপিও শ্রমিক লীগের নেত্রী বলে জানতে পেরেছি। তাকে সন্ধ্যার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার এক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় অস্ত্রের মুখে ২৫ জন রাবার শ্রমিককে অপহরণ
পরবর্তী নিবন্ধবহির্নোঙরে স্থবিরতা কাটাতে বিশেষ উদ্যোগ