৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা কামিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জিপিও শ্রমিক লীগের নেত্রী কানিজ ফাতেমা লিমাকে আটক করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, কানিজ ফাতেমা লিমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আটক করে থানা হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।
বর্তমানে কানিজ ফাতেমা লিমা থানায় আটক রয়েছে।