ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারে নি। তাঁর আদর্শ তখন যেমন উজ্বল ছিল এখনো তা বহমান। এ দেশের মাটি থেকে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলা যাবে না। গতকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন এ কথা বলেন। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের আহ্বানও জানান তিনি। বিভাগীয় কমিশনার বলেন, শ্রাবণের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯ জন শহীদ হয়েছিলেন। ঘাতকদের একটি উদ্দেশ্য ছিল, জাতির পিতার আদর্শ মুছে ফেলা। জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ ও জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরোয়ার কামাল। আলোচনা সভা শুরুর আগে জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোক র্যালি বের করা হয়।












